kalerkantho

শুক্রবার । ১২ আগস্ট ২০২২ । ২৮ শ্রাবণ ১৪২৯ । ১৩ মহররম ১৪৪৪

সিনিয়র ক্রিকেটাররা ছুটি চাইলে ভালো : পাপন

ক্রীড়া প্রতিবেদক   

৩০ জুন, ২০২২ ১০:১৫ | পড়া যাবে ১ মিনিটেসিনিয়র ক্রিকেটাররা ছুটি চাইলে ভালো : পাপন

ফাইল ছবি

ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে সিরিজ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে ছুটি চাননি সাকিব আল হাসান। তবে মৌখিকভাবে আসন্ন সিরিজে খেলতে না চাওয়ার কথা জানিয়ে রেখেছেন আগেই। বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে গতকাল সংবাদমাধ্যমকে তা-ই জানালেন সংস্থাটির সভাপতি নাজমুল হাসান।

আসন্ন সিরিজটি যেহেতু আইসিসির ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগেরও অংশ নয়, তাই সাকিবের এমন চাওয়াতে পাপন দোষের কিছুও দেখছেন না, ‘যেগুলো পয়েন্টের সিরিজ নয়, সেগুলোতে সিনিয়র ক্রিকেটাররা ছুটি চাইলে ভালো।

বিজ্ঞাপন

আমরাও তখন নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়ার সুযোগ পাব। জানতে হবে না, ওর জায়গায় খেলোয়াড় আছে কি না, বা কারা আছে? সব কিছু চিন্তা করে আমাদের মাথায় বিষয়টি আছে যে ওদের বিরতি দরকার। ’সাতদিনের সেরা