kalerkantho

শনিবার । ২ জুলাই ২০২২ । ১৮ আষাঢ় ১৪২৯ । ২ জিলহজ ১৪৪৩

কিপারের হাতে বল রেখে তিন রান! (ভিডিওসহ)

অনলাইন ডেস্ক   

৯ জুন, ২০২২ ১৭:২৯ | পড়া যাবে ২ মিনিটেকিপারের হাতে বল রেখে তিন রান! (ভিডিওসহ)

ছবি : ভিডিও থেকে নেওয়া

ইউরোপিয়ান ক্রিকেট লিগে প্রতিদিনই মজার মজার ঘটনা ঘটে। সেসব মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল সাইটে। শুরু হয় আলোচনা। এবার এমনই এক ঘটনা ঘটেছে চেক প্রজাতন্তের ক্রিকেট লিগে প্রাগ বারবারিয়ান্স বনাম ভিনোহ্রাডির মধ্যকার একটি ম্যাচে।

বিজ্ঞাপন

কিপারের হাতে বল রেখে তিন রান নিয়েছেন প্রাগ বারবারিয়ান্সের দুই ব্যাটার!

ম্যাচের তখন তৃতীয় ওভার চলছিল। ভিনহ্রাডির বোলার যখন বলটি করেন তখন ব্যাটার বলের কাছেই পৌঁছাতে পারেননি।  বল চলে যায় উইকেটরক্ষকের হাতে। তবে কিপার সেই বল হাতে নিয়ে স্টাম্প করতে গিয়ে ভুল করে বসেন। বল তার হাত থেকে ছিটকে যায়। এই সুযোগে রানের জন্য দৌঁড় দেন দুই ব্যাটার। এটা দেখে কিপার নিজেই দৌড়ে বল ধরে ছুঁড়ে দেন বোলারের হাতে! তবে লাভ হয়নি।

এসময় কিপার হাস্যকর এক কাণ্ড করে বসেন। তিনি দৌঁড়ে চলে আসেন ননস্ট্রাইক প্রান্তে। তিনি স্টাম্পের সামনে দাঁড়ালেও বোলার আবার দৌঁড়ে বল কুড়িয়ে নিয়ে স্ট্রাইকিং প্রান্তে ছুড়ে মারেন। অবশ্যই সেটা স্টাম্পে লাগেনি। ততক্ষণে তিন রান হয়ে গেছে। এই দৃশ্য দেখে ধারাভাষ্যকাররাও হাসতে থাকেন। কারণ পাড়ার ক্রিকেটেও এমন ঘটনা খুব একটা দেখা যায় না।সাতদিনের সেরা