kalerkantho

শুক্রবার। ৩১ বৈশাখ ১৪২৮। ১৪ মে ২০২১। ০২ শাওয়াল ১৪৪২

প্রথম ম্যাচেই ধোনিকে ১২ লাখ রুপি জরিমানা

অনলাইন ডেস্ক   

১১ এপ্রিল, ২০২১ ১৩:০৭ | পড়া যাবে ১ মিনিটেপ্রথম ম্যাচেই ধোনিকে ১২ লাখ রুপি  জরিমানা

ছবি: এপি

আইপিএলের ১৪তম আসরের শুরুটা মোটেও ভালো হয়নি ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মেহেন্দ্র সিং ধোনির। নিজে আউট হয়েছেন শূন্য রানে, দল হেরেছে বড় ব্যবধানে। এর সঙ্গে মরার ওপর খাঁড়ার ঘাঁ হয়ে যুক্ত হলো জরিমানা।

শনিবার রাতে দিল্লি ক্যাপিট্যালসের বিপক্ষে ম্যাচে স্লো ওভার রেটের কারণে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে  ধোনিকে। অথচ পুরো ২০ ওভার বোলিং করতে হয়নি চেন্নাইকে। মাত্র ১৮.৪ ওভার বোলিং করে ওভার রেট নিয়ন্ত্রণ করতে পারেনি চেন্নাই।

এর জন্য অবশ্য কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। আইপিএলের কোড অব কন্ডাক্ট মোতাবেক অধিনায়ক ধোনিকে গুনতে হচ্ছে ১২ লাখ রুপির জরিমানা।

চেন্নাইকে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে দিল্লি  ক্যাপিটালস। পৃথ্বী-ধাওয়ানের তাণ্ডবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৭ উইকেটে জয় পেয়ে ঋষভ পন্থের দল।সাতদিনের সেরা