<p>নাটোরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা শহরের স্টেশন বস্তিতে অবস্থিত সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান স্বপ্ন কলি স্কুলে এ ক্যাম্পেইন আয়োজন করা হয়।</p> <p>ক্যাম্পেইনে শিশুদের মাঝে ডেঙ্গু রোগের নানা লক্ষণ সম্পর্কে ধারণা দেওয়া হয় ও ডেঙ্গু থেকে বাঁচার উপায় আলোচনা করা হয়। পাশাপাশি এডিস মশার বিস্তার রোধে করণীয় সম্পর্কে অবগত করা হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ডেঙ্গু সচেতনতায় মিরপুরে পরিচ্ছন্নতা কর্মসূচি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/16/1726486546-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ডেঙ্গু সচেতনতায় মিরপুরে পরিচ্ছন্নতা কর্মসূচি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/shuvosangho/2024/09/16/1426101" target="_blank"> </a></div> </div> <p>ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক সুষ্ময় দাস, যুগ্ম সাধারণ সম্পাদক শিশির কুমার দাস, সাংগঠনিক সম্পাদক রাশেদা খাতুন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক কথা খাতুন, ক্রীড়া সম্পাদক আসলাম আলী সরদার, প্রচার সম্পাদক চাঁদ খামারুসহ সংগঠনের অন্য সদস্যরা।</p>