<p>বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনে দিনাজপুর জেলার পাঁচজন শহীদের স্মৃতি স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভসংঘ। বৃহস্পতিবার (২২ আগস্ট) বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সরকারি কলেজ শাখার উদ্যোগে সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়।</p> <p>এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের দিনাজপুর সরকারি কলেজের উপদেষ্টা ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক জেহাদ সরকার, উপদেষ্টা ও তত্ত্বাবধায়ক উচ্চ মাধ্যমিক শাখা শেখ মাহতাবুল হক, কেন্দ্রীয় কমিটির ইয়াসির আরাফাত রাফি, দিনাজপুর জেলা শাখার প্রচার সম্পাদক তাহসিন ওয়ারিদ, দিনাজপুর সরকারি কলেজ শাখার সভাপতি স্বপন আলী, সহসভাপতি জয় শেখ, আবদুল্লাহ আল মুরাদ সুইন, ক্রীড়া সম্পাদক জোতির্ময় রায় প্রমুখ।</p>