<p style="text-align:justify">দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। দেশ ও মানুষের কল্যাণে স্লোগান নিয়ে কাজ করে যাচ্ছে দেশের জন্য। বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা সংগঠন বসুন্ধরা শুভসংঘ। শুভ কাজে সবার পাশে থাকার প্রত্যায় নিয়ে কাজ করছে সংগঠনটি।</p> <p style="text-align:justify">বসুন্ধরা শুভসংঘ রংপুর জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (৬ আগষ্ট) বিকালে গত ১৯ জুলাই কোটা সংস্কারের আন্দোলনের সময় সংঘর্ষে পুলিশের গুলিতে নিহত রংপুর নগরীর উত্তর কামাল কাছনা এলাকার বাসিন্দা সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেনের স্ত্রী জিতু বেগমের হাতে দেয়া হয় খাদ্য সহায়তা। </p> <p style="text-align:justify">বসুন্ধরা শুভসংঘের দেওয়া খাদ্যসামগ্রীতে ছিল চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, চিনি, লবণ, সেমাই, চিড়া, মুড়ি ও শুকনো খাবার।</p> <p style="text-align:justify">সাজ্জাদ হোসেনের স্ত্রী জিতু বেগম বলেন, আমার শ্বশুরের মৃত্যুর পর আমার স্বামী সংসারের হাল ধরেন। সবজি বিক্রি করে যে আয় হতো সেই টাকা দিয়ে আমাদের সংসার চলতো। আমার স্বামীকে যারা মেরেছে আল্লাহ্ তাদের বিচার করুক।</p> <p style="text-align:justify">আর্থিক সহায়তা দেয়ার সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা বসুন্ধরা শুভসংঘের জেলা শাখার সভাপতি ও রংপুর সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. সাদাকাত হোসেন, বসুন্ধরা শুভসংঘের রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক তানজিম হাসান, সমাজ কল্যাণ সম্পাদক খলিলুর রহমান, অর্থ সম্পাদক সোহাগ কুমার দাশ, ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক জাহিদ আলম জেমস, সদস্য দিগন্ত রায়, বসুন্ধরা শুভসংঘ স্কুলের সমন্বয়ক গোলজার রহমান প্রমুখ।</p>