<p>রাজশাহীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এক অসুস্থ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার (২৮ জুলাই) সকালে গোদাগাড়ী উপজেলা শহরের কেয়ার কোচিং সেন্টারে সহায়তা দেওয়া হয়।</p> <p>গোদাগাড়ী পৌরসভার ৬ নাম্বার ওয়ার্ডের শ্রীমন্তপুর এলাকার কৃষক শাহাদাত হোসেনের মেয়ে মোসা. আফরোজা খাতুন। ৪ ভাইবোনের মধ্যে সবার বড় আফরোজা চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অনার্স ১ম বর্ষে অধ্যায়নরত। সম্প্রতি সে কিডনি রোগে আক্রান্ত হয়। বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন।</p> <p>কিডনি রোগের চিকিৎসা বেশ ব্যয়বহুল হওয়ায় কৃষক বাবাকে মেয়ের চিকিৎসা ব্যয় বহন করতে হিমশিম খেতে হচ্ছে। বসুন্ধরা শুভসংঘ গোদাগাড়ী উপজেলা শাখার সদস্যরা এ কথা জানতে পেরে আফরোজার চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আফরোজার বোনের হাতে তুলে দেওয়া হয় আর্থিক সহায়তা।</p> <p>এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ গোদাগাড়ী উপজেলা শাখার সভাপতি মো. শাহরিয়ার ইফাত, সহ-সভাপতি মো. শাহদাৎ হোসেন, সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান, স্বাস্থ্য ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক তানিয়া ইসলাম এবং নারী ও শিশু বিষয়ক সম্পাদক রোদেলা জান্নাত।</p>