<p>সুনামগঞ্জের মধ্যনগরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ। আজ বুধবার (২৬ জুন) সকাল ১১টার দিকে উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের আদর্শগ্রাম ও মোহাম্মদ আলীপুর গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের মধ্যে এসব শুকনো খাবার বিতরণ করা হয়।</p> <p>শুকনো খাবার পেয়ে জোসনা খাতুন বলেন, ‘আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর কোনো সহায়তা পাইনি। অবশেষে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে শুকনো খাবার পেলাম।’</p> <p>উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক ভূঁইয়া বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ বিপদে-আপদে সব সময় মানুষের পাশে থাকে। বন্যাকবলিত মানুষদের মাঝে যে ত্রাণ বিতরণ করেছে তা সত্যি প্রশংসনীয়। বসুন্ধরা শুভসংঘের মানবিক কাজগুলোর জন্য শুভ কামনা।’</p> <p>এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক ভূঁইয়া, বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আমানুউল্লাহ, নারী ইউপি সদস্য রাজিয়া খাতুন, সাবেক ইউপি সদস্য চাঁন মিয়া, বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক আল-আমিন সালমান, সদস্য বজলুর রহমান, রানা আহমেদ সানি,  রেহান মিয়া প্রমুখ।</p>