<p style="text-align: justify;">বসুন্ধরা শুভ সংঘের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার সাত দিনব্যাপি সদস্য সংগ্রহ শুরু হয়েছে। সদস্য সংগ্রহ চলবে আজ সোমবার (১৩ মে) থেকে আগামী ১৯ মে পর্যন্ত। সদস্য সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন বসুন্ধরা শুভসংঘের জবি শাখার সাধারণ সম্পাদক রাকিব রায়হান। </p> <p style="text-align: justify;">তিনি বলেন, দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের সামাজিক সংগঠন 'বসুন্ধরা শুভসংঘ'। শুভসংঘের কাজকে আমরা সারা দেশের সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দিতে চাই।</p> <p style="text-align: justify;">জানা যায়, শিশু-কিশোর থেকে শুরু করে তরুন প্রজন্ম, শিক্ষক, অভিভাবক, মুক্তিযোদ্ধা, সব শ্রেনির মানুষকে ঐক্যবদ্ধ করতে চায় বসুন্ধরা শুভসংঘ। বসুন্ধরা শুভসংঘের লক্ষ্য ও উদ্দেশ্য হলো শুভ কাজের উদ্দোগ নেওয়া। শুভ কাজে সবার পাশে থাকা। সর্বস্তরের শুভবোধসম্পন্ন মানুষকে ঐকবদ্ধ করে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখা।</p> <p style="text-align: justify;">এদিকে সদস্য সংগ্রহ শুরু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে বাংলা বিভাগের শিক্ষার্থী বাশির শাহরিয়ার বলেন, ফেসবুক থেকে জানতে পারি শুভসংঘের সদস্য সংগ্রহ শুরু হয়েছে। ছোটকাল থেকেই আমার সামাজিক সংগঠনে কাজ করার প্রবল ইচ্ছা। শুভ কাজে অংশগ্রহণ করতে পারব বলে ভালো লাগছে। </p> <p style="text-align: justify;">উল্লেখ্য, সদস্য সংগ্রহের এই সময়ে যারা শুভ সংঘে যোগ দিবে তাদের একটি করে কলম উপহার দেওয়া হবে। সদস্য হতে চাইলে গুগল ফর্মে রেজিষ্ট্রেশন করতে হবে। </p> <p>গুগলফর্ম লিংক হলো : <a href="https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf2J8v93SjjD24LlnxADVDb1A1VMk-g8vGfLKrG_PY2xCGZxQ/viewform?usp=sf_link">https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf2J8v93SjjD24LlnxADVDb1A1VMk-g8vGfLKrG_PY2xCGZxQ/viewform?usp=sf_link</a></p>