<p>দেশে চলমান তীব্র তাপপ্রবাহে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষেরা। প্রখর রোদের তাপে তাদের অনেকেই পানিশূন্যতায় ভুগছেন। তাদের কিছুটা প্রশান্তি দিতে বসুন্ধরা শুভসংঘ গোদাগাড়ী উপজেলা শাখার আয়োজনে তৃষ্ণা নিবারণের উদ্যোগ গ্রহণ করা হয়।</p> <p>শনিবার (৪ মে) দুপুরে রাজশাহীর গোদাগাড়ী বাজার এলাকায় পাঁচ শতাধিক তৃষ্ণার্ত শ্রমজীবী ও পথচারীর মাঝে ঠাণ্ডা শরবত বিতরণ করা হয়। </p> <p>এ সময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা শাখার  সভাপতি মো. শাহরিয়ার রিফাত, সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান, নারী বিষয়ক সম্পাদক মোসা. উম্মে কুলসুম লিমা, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান সিয়ামসহ সৈয়দ আকতাব নয়ন, মাসরুর, সিফাত, সোহান সাহরিয়ার ও ফরহাদ।</p> <p>শরবত বিতরণ কার্যক্রম প্রসঙ্গে আয়োজকরা বলেন, আজ তৃষ্ণার্ত মানুষকে ঠাণ্ডা শরবত খাওয়াতে পেরে আনন্দ বোধ করছি। বসুন্ধরা শুভসংঘ সর্বদা শুভ কাজে সবার পাশে থাকে।</p> <p>তারা আরো জানান, টানা দাবদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রচণ্ড গরমে শ্রমজীবী মানুষের ভোগান্তি আর কষ্ট বেড়েছে। তবে সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। তীব্র রোদের কারণে দিনমজুর, রিকশাচালক ও ভ্যানচালকরা কাজ করতে পারছেন না। এদিকে কাজ না করলে খাবার জুটবে না, তাই পেটের তাড়নায় প্রচণ্ড দাবদাহ উপেক্ষা করে কাজে বেরিয়েছেন অনেকে। গরম উপেক্ষা করে বের হলেও অনেকেই হাঁসফাঁস করছেন। চলতি পথে ঠাণ্ডা শরবত পেয়ে প্রশান্তির হাসি ফুটে ওঠে এসব খেটে খাওয়া মানুষের মুখে।</p>