<article> <p style="text-align: justify;">কয়েক দিন ধরে শীত টের পাওয়া যাচ্ছে বেশ ভালোভাবেই। এই শীতে নবজাতকের সুরক্ষার কথা ভেবেছে বসুন্ধরা শুভসংঘ। নবজাতকের গায়ে লেগেছে বসুন্ধরা শুভসংঘের উষ্ণতার পরশ। তাদের দেওয়া নতুন শীতের পোশাক।</p> </article> <article> <p style="text-align: justify;">অভিনব এই উদ্যোগটি ব্রাহ্মণবাড়িয়ার। বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে জেলা সদরে জন্ম নেওয়া শিশুদের মাঝে শীতের পোশাক বিতরণ শুরু হয়েছে। জেলা সদরের গাইনি চিকিৎসকদের হাতে তুলে দেওয়া এসব পোশাক এরই মধ্যে নবজাতকদের গায়ে জড়িয়েছেন। ২৬ ডিসেম্বর রাতে গাইনি চিকিৎসক শারমীন হক দীপ্তির হাতে আটটি পোশাক তুলে দিয়ে কার্যক্রমের শুভ সূচনা হয়।</p> </article> <article> <p style="text-align: justify;">পরে আরো একাধিক চিকিৎসকের হাতে এসব পোশাক তুলে দেওয়া হয়। রাতেই জন্ম নেওয়া আট শিশুর গায়ে পোশাক জড়িয়ে দেন গাইনি চিকিৎসক ফৌজিয়া আখতার।</p> <p style="text-align: justify;">এরপর জেলা সদর হাসপাতাল, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ, মাতৃসদন, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের পাশাপাশি গাইনি চিকিৎসকদের হাতে নবজাতকদের জন্য নতুন পোশাক তুলে দেওয়া হয়। ৩০ ডিসেম্বর থেকে শুরু হয়ে কালের কণ্ঠ’র প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ১০ জানুয়ারি পর্যন্ত চলে এই কার্যক্রম।</p> </article> <article> <p style="text-align: justify;">বসুন্ধরা শুভসংঘের এই কাজে সহযোগিতা করেছেন বিডি এনিম্যাল হেলথ, জেলা শাখার সভাপতি মো. হেদায়েতুল আজিজ মুন্না, সাধারণ সম্পাদক শারমীন আক্তার প্রমুখ। তিন বছর ধরে নতুন বছরে জন্ম নেওয়া শিশুদের নতুন পোশাক দেওয়া হয়। পোশাকের মধ্যে রয়েছে ভারী জামা, প্যান্ট, কানটুপি ও মোজা। বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার সভাপতি হেদায়েতুল আজিজ মুন্না জানান, ব্রাহ্মণবাড়িয়ায় বসুন্ধরা শুভসংঘ ব্যতিক্রম কিছু করার চেষ্টা করে। এরই অংশ হিসেবে নবজাতকদের শীতের পোশাক দেওয়া।</p> </article> <article> <p style="text-align: justify;">একটি শিশু জন্মের পরই বসুন্ধরা শুভসংঘের উষ্ণতা পাওয়ার বিষয়টি বেশ আনন্দ দেয়।</p> </article>