<p style="text-align: justify;">দেশের সর্ববৃহৎ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের উদ্যোগে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে শীতার্ত অসহায়-দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে শুভসংঘের আয়োজনে কুষ্টিয়ায় কম্বল বিতরণ করা হয়। </p> <p style="text-align: justify;">কুষ্টিয়া জিলা স্কুল মাঠে ৭০০ অসহায়-দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতার। এ সময় উপস্থিত ছিলেন- কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পার্থ প্রতিম শীল, কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কুষ্টিয়া জেলা প্রেস ক্লাবের সভাপতি, কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক ও শুভসংঘের উপদেষ্টা তারিকুল হক তারিক। </p> <p style="text-align: justify;">এ সময় আরো উপস্থিত ছিলেন নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক ও কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদুজ্জামান, সহসভাপতি বাংলাভিশন ও দেশরূপান্তর পত্রিকার প্রতিনিধি হাসান আলী, কুষ্টিয়া জেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা পোস্টের প্রতিনিধি রাজু আহমেদ প্রমুখ।</p> <p style="text-align: justify;">এ সময় উপস্থিত থেকে সার্বিকভাবে সহযোগিতা করেন বসুন্ধরা শুভসংঘ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি সাইদুল বারী টুটুল, সাধারণ সম্পাদক কাকলী খাতুনসহ শুভসংঘের অন্য সদস্যরা। কুষ্টিয়া জেলায় ছয় দিনব্যাপী এ কার্যক্রমে বসুন্ধরা গ্রুপের প্রদত্ত কম্বল সাত হাজার অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হবে।</p> <p style="text-align: justify;">কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান বলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনায় অসহায় দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র দেওয়া হচ্ছে। জেলায় সাত হাজার মানুষকে শীতবস্ত্র দেওয়া হবে। দীর্ঘদিন ধরে বসুন্ধরা গ্রুপ প্রতিবছর শীতের সময় এই কার্যক্রম চালিয়ে আসছেন। আগামীতেও শীতবস্ত্র বিতরণ অব্যাহত রাখবে বলে জানিয়েছেন তিনি। </p> <p style="text-align: justify;">উপস্থিত বক্তারা বলেন, বসুন্ধরা গ্রুপ অসহায় মানুষের দিকে সহায়তার হাত বাড়িয়েছে। এই শীতে দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করছেন, তা আগামীতেও অব্যাহত রাখুন। এই মহতী উদ্যোগের কারণে দরিদ্ররা উপকৃত হচ্ছে। বসুন্ধরা গ্রুপের মতো সমাজের বিত্তবানদেরও নিজ নিজ অবস্থান থেকে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো উচিত।</p> <p style="text-align: justify;">কনকনে ঠাণ্ডায় কুষ্টিয়ার অসহায় হতদরিদ্র মানুষ কম্বল পেয়ে মহাখুশি হয়েছেন। তারা বলেন, আমরা গরিব মানুষ। অর্থের অভাবে কম্বল কিনতে পারিনি। শীতে খুব কষ্টে আছি। কম্বল পেয়ে আমাদের অনেক উপকার হলো। বসুন্ধরা গ্রুপের কম্বল পেয়ে খুব খুশি লাগছে। আমরা মহাখুশি।</p>