<p>শীতে শিশুদের ত্বকের যত্ন নেওয়া খুবই জরুরি। কিন্তু সুবিধাবঞ্চিত শিশু, যাদের থাকার জায়গা নেই ও ঠিকমত খেতেই পারে না তাদের জন্য ত্বকের যত্ন নেওয়াটা আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো। এমন সুবিধাবঞ্চিত মাঝে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ত্বক সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।</p> <p>বুধবার (২২ নভেম্বর) বেলা ১১টায় বসুন্ধরা শুভসংঘ টঙ্গী থানা শাখার আয়োজনে গাজীপুর মহানগরের কলেজ গেট এলাকার ৩০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শীতকালীন ত্বক সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়।</p> <p>এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ টঙ্গী থানা শাখার সভাপতি জান্নাত আলম এশা, সাধারণ সম্পাদক মো. ইমাম হোসাইন, সাংগঠনিক সম্পাদক মো. বাপ্পি, অর্থ সম্পাদক জাহান আলম নিশা, দপ্তর সম্পাদক মো. মেহেদী হাসান শ্রাবণ, প্রচার সম্পাদক আল-আমিন, কার্যকরী সদস্য নাঈমুল হাসান সিয়াম ও মো. রায়হান।</p> <p>আয়োজন শেষে জান্নাত আলম এশা বলেন, আমরা বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে সবসময়ই সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াই। শীত চলে এসেছে, এসময় সবারই ত্বকের সুরক্ষা নেওয়া জরুরী। তাই সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আমরা ত্বক সুরক্ষা সামগ্রী বিতরণের আয়োজন করেছি। আমাদের এ ধরণের কার্যক্রম সবসময় অব্যহত থাকবে।</p>