<p style="text-align: justify;">জয়পুরহাটের ক্ষেতলালে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। </p> <p style="text-align: justify;">আজ শনিবার বেলা ১১টায় ক্ষেতলাল শিশু নিকেতন ও সদর জুনিয়র হাই স্কুল প্রাঙ্গণে বিভিন্ন জাতের ফলদ গাছ রোপণ করা হয়।</p> <p style="text-align: justify;">বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ক্ষেতলাল প্রেস ক্লাব ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাজমুল খাঁ।</p> <p style="text-align: justify;">বসুন্ধরা শুভসংঘের ক্ষেতলাল উপজেলা শাখার সভাপতি আজিজার রহমান বলেন, শুভসংঘর বন্ধুদের সঙ্গে নিয়ে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পর্যায়ক্রমে তারা ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করার সিদ্ধান্ত নিয়েছেন। তারই ধারাবাহিকতায় আজকে ক্ষেতলাল সদরের শিশুনিকেতন ও সদর জুনিয়র হাই স্কুলে নাকফজলি আম, উচ্চ ফলনশীল জাতের পেয়ারা, আপেল কুল, লেবু, কাঁঠালসহ শতাধিক গাছের চারা রোপণ করা হয়।’</p> <p style="text-align: justify;">বসুন্ধারা শুভসংঘের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ সমাজেকল্যাণমূলক কাজ করছে। যা এলাকার শিক্ষার্থীদের ভালো কাজ করার জন্য উৎসাহ জোগাচ্ছে।’ এসব উদ্যোগ বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘দেশের বৃহৎ ব্যবসায়ী শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ গ্রামীণ পর্যায়ে শুভসংঘর মাধ্যমে নেওয়া কর্মসূচিগুলো মানুষকে বেঁচে থাকার আশা জোগাচ্ছে। ভালো কাজে পাশে থাকার জন্য বসুন্ধরার উত্তোরোত্তর উন্নতি কামনা করছি।’</p> <p style="text-align: justify;">সমাজসেবা কমকর্তা নাজমুল খাঁ বলেন, ‘শুধু বৃক্ষরোপণ নয়, ক্ষেতলালের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্যও কাজ করতে হবে। মেধাবীরা যেন অর্থিক সংকটে শিক্ষা থেকে ঝরে না পড়ে সেদিকটি আন্তরিকতার সাথে মোকাবেলা করতে হবে।’</p> <p style="text-align: justify;">তিনি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করার জন্য বসুন্ধরা শুভসংঘর বন্ধুদের অভিনন্দন জানান।</p> <p style="text-align: justify;">এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা কালের কণ্ঠ’র জেলা প্রতিনিধি আলমগীর চৌধুরী, উপদেষ্টা রানা চৌধুরী, ক্ষেতলাল উপজেলা কমিটির আজিজুল হক, এস এম শওকত, সাজু হোসেন, সামিউল বাসির শওকত, আল-আমিন, আমিনুর ইসলাম, মুমিনুল ইসলাম, সিজান, ফরহাদ, তালহা, কুশাল চৌধুরী প্রমুখ।</p>