<p>সাপের বিষ কতটা বিষাক্ত হতে পারে এবং কোন সাপ মানুষের জন্য সবচেয়ে ক্ষতিকর, তা নিয়ে গবেষকদের আগ্রহ সব সময়ই ছিল। যদিও কিং কোবরা এবং রাসেলস ভাইপার বেশ পরিচিত ও ভয়ংকর, তবে তাদের বিষ সবচেয়ে বিষাক্ত নয়। মাটিতে বসবাসকারী সবচেয়ে বিষাক্ত সাপ হলো অস্ট্রেলিয়ার তাইপান।</p> <p>তাইপান সাপের বিষ এমনই শক্তিশালী যে এক ছোবলে যে পরিমাণ বিষ ঢালে, সেই পরিমাণ বিষে ১০০ জন মানুষ মারা যেতে পারে। তবে এই প্রজাতির সাপের দংশনে খুব বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া যায়নি। কারণ, তাইপান সাধারণত লাজুক প্রকৃতির এবং দুর্গম জায়গায় বসবাস করে। এ ছাড়া অস্ট্রেলিয়ায় এর প্রতিষেধক সহজলভ্য।</p> <p>সামুদ্রিক সাপের বিষও অত্যন্ত শক্তিশালী হয়। তবে মানুষের সংস্পর্শে কম আসার কারণে তাদের কামড়ের ঘটনা বিরল। এর ফলে সামুদ্রিক সাপের দংশনে মৃত্যুর ঘটনা খুব কমই শোনা যায়।</p> <p>অপেক্ষাকৃত কম বিষাক্ত হলেও ব্ল্যাক মাম্বা ও উপকূলীয় তাইপান মানুষের জন্য বেশি ঝুঁকিপূর্ণ। এদের বিষ খুব দ্রুত কাজ করে এবং সঠিক চিকিৎসা না পেলে এ ধরনের সাপের কামড়ে আক্রান্ত ব্যক্তি আধা ঘণ্টার কম সময়ে মারা যেতে পারে।</p> <p>সুতরাং তাইপান, ব্ল্যাক মাম্বা এবং সামুদ্রিক সাপগুলো সবচেয়ে শক্তিশালী বিষ বয়ে বেড়ায়। তাই এসব সাপ থেকে সতর্ক থাকা এবং প্রতিষেধক সম্পর্কে সচেতন থাকা আমাদের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ।<br />  </p>