<p>কুইপার বেল্ট সৌরজগতের একটি বৃহৎ অঞ্চলের নাম।  এটা সৌরজগতের শেষ প্রান্তের অবস্থিত। এটি নেপচুনের কক্ষপথ থেকে ৩০ থেকে ৫৫ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট (AU) দূরত্বে বিস্তৃত। এই অঞ্চলে অনেক ছোট ছোট বরফের এবং শিলার টুকরা রয়েছে। এবব বস্তুগলো সৌরজগতের প্রাচীনতম বস্তু হিসেবে মনে করা হয়। <br /> ১৯৫১ সালে ডাচ-আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী জেরার্ড কুইপার প্রথম এই ধারণা বলেন, নেপচুনের কক্ষপথের বাইরে বরফ ও নুড়িপাথরে তৈরি অঞ্চল থাকতে পারে। অবশ্য তিনি সরাসরি এই বেল্টের অস্তিত্ব প্রমাণ করতে পারেননি। পরে ১৯৯২ সালে প্রথম কুইপার বেল্ট অবজেক্ট (KBO) আবিষ্কৃত হয়। সেটার ‘1992 QB1’ নামে পরিচিত।</p> <p>কুইপার বেল্ট প্রায় ৩০ থেকে ৫৫ AU পর্যন্ত বিস্তৃত। এর আকার এবং বিস্তৃতি অনেক বড় এবং জটিল।</p> <p>এখানে প্রধানত বরফ এবং শিলাময় বস্তু রয়েছে, যা মিথেন, অ্যামোনিয়া এবং পানি বরফের মিশ্রণে তৈরি। কুইপার বেল্টে প্রায় কয়েক হাজার ছোট ছোট বস্তু আছে, যেগুলোকে কুইপার বেল্ট অবজেক্ট (KBO) বলা হয়। এর মধ্যে সবচেয়ে পরিচিত হল প্লুটো।</p> <p>কুইপার বেল্টের বস্তুগুলি সৌরজগতের অন্যান্য গ্রহের মতো সূর্যের কেন্দ্র ঘোরে। কুইপার বেল্ট সৌরজগতের গঠন এবং বিবর্তনের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। এখানে সংরক্ষিত বস্তুগুলি সৌরজগতের প্রাচীন ইতিহাসের সাক্ষী। কারণ এগুলো জন্মের পর থেকে অপরিবর্তিত অবস্থায় রয়েছে।</p> <p>কুইপার বেল্ট মহাকাশ বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ সংযোজন। আমাদের সৌরজগতের ইতিহাস এবং গঠন নিয়ে নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করে। ভবিষ্যতে এর আরো গভীর অনুসন্ধান আমাদের মহাবিশ্বের গঠন এবং বিবর্তন সম্পর্কে আরো বিস্তৃত ধারণা পাওয়া যাবে বলে আশা করেন বিজ্ঞানীরা।</p>