<p>বিছুটি পাতার কাণ্ডে ক্ষুদ্র ক্ষুদ্র কাঁটার মতো রোম থাকে। এই রোমগুলি স্পর্শ করলে ত্বকে চুলকানি এবং জ্বালাপোড়া হয়। কিন্তু কেন এমনটা হয়?</p> <p>চুলকানির পেছনে রয়েছে একাধিক রাসায়নিক প্রক্রিয়া এবং শারীরবৃত্তীয় প্রতিক্রিয়া। </p> <p>বিছুটি পাতার রোমগুলি আসলে ক্ষুদ্র ক্ষুদ্র নলাকার কাঠামো। ফাঁফা নলের মতো। নলের ভেতর নানা রকম রাসায়নকি পদার্থ থাকে। শরীরের সংস্পর্শে এলে রোম ভেঙে যায় এবং ভেতরকার রাসায়নিক পদার্থগুলি বেরিয়ে আসে। সেই রাসায়নিকের সংস্পর্শে চুলকানি হয়। </p> <p>রোমের ভেতরে থাকা প্রধান রাসায়নিক পদার্থটি হলো হিস্টামিন। হিস্টামিন সব ধরনের অ্যালার্জির জন্য দায়ী। আমাদের শরীরের প্রায়ই যে ফুসকুড়ির মতো অ্যালার্জি দেখা দেয়, এর মূল কারণ এই হিস্টামিন। বিছুটি পাতার রোমের হিস্টামিন শরীরে অ্যালার্জিক প্রতিক্রিয়া সৃষ্টি করে। এটা রক্তনালি গুলিকে প্রসারিত করে। ফলে ত্বক লালচে হয়ে যায় এবং ফুলে ওঠে এবং চুলকানি সৃষ্টি করে।</p> <p>বিছুটি পাতার রোমে অ্যাসিটাইলকোলিন নামে আরেক ধরনের যৌগ থাকে। এটি নিউরোট্রান্সমিটার, যা মস্তিষ্কে নার্ভ সিগন্যাল প্রেরণ করে এবং ত্বকে জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে।</p> <p>সেরোটোনিন নামের আরেকটি নিউরোট্রান্সমিটার থাকে বিছুটি পাতার রোমে। ত্বকে এর উপস্থিতি চুলকানি এবং জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে।</p> <p>তাই ত্বক বিছুটি পাতার সংস্পর্শে দ্রুত আক্রান্ত স্থান ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে বিষাক্ত রাসায়নিকগুলি দূর হয়ে যাবে এবং চুলকানি কমে যাবে অনেকটাই।</p> <p>বিছুটি পাতা স্পর্শ করলে চুলকানি এবং জ্বালাপোড়া হয় ঠিকই, কিন্তু সাধারণত ক্ষতিকর নয়। তবে অতিরিক্ত প্রতিক্রিয়া বা  অ্যালার্জির সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।</p> <p>সূত্র : হাউ ইটস ওয়ার্কস</p>