<p>বাংলাদেশের রংতুলির জগতেও অবহেলিত নয় গরুর গাড়ি। শীল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত ছবি দ্য স্ট্রাগল এর মূল বিষয় গরুর গাড়ি। গ্রামের মেঠোপথ পাকা নয়। তাই বর্ষাকালে বলদ বাবাজিরা প্রায়ই ভুল করে রাস্তার প্যাঁক কাদায় নেমে পড়েন। তখন গরু, গাড়ি ও গাড়োয়ান সবারই ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা। গাড়োয়ান তখন লোক ডেকে গাড়ির চাকায় ঠেলে কাদা থেকে গাড়ি তোলার চেষ্টা করেন। সেই ছবিই ফুটে উঠেছে ‘দ্য স্ট্রাগল’-এ। তবে ছবিটি শুধু নিছক গরুর গাড়ির ছবি নয়। এতে বাঙালির সংগ্রামী জীবনের প্রতিচ্ছবিও ফুটে উঠেছে।</p> <figure class="image"><img alt="কামরুল হাসানের নায়র" height="367" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2024/06/03/my1182/Naiyor.jpg" width="600" /> <figcaption>কামরুল হাসানের নায়র</figcaption> </figure> <p><br /> মুক্তিযুদ্ধের সময় আগুনঝরা সব পোস্টার এঁকে বাঙালিদের মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে প্রেরণা যুগিয়েছিলেন পটুয়া কামরুল হাসান। আমাদের জাতীয় পতাকার নকশাও করেছিলেন তিনি। তিনিও গরুর গাড়ির ছবি এঁকেছিলেন। ছবিতে গাঁয়ের বধূ তার ছেলেকে নিয়ে নায়রে যাচ্ছেন। ছবিটার নামও ‘নায়র’। এ ছবিটা পরে ৫ টাকার এক ডাকটিকিটেও ব্যবহার করা হয়।</p> <figure class="image"><img alt="মেন ইন প্যাডি ফিল্ড , শীল্পি : এস এম সুলতান" height="367" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2024/06/03/my1182/Naiyor.jpg" width="600" /> <figcaption>মেন ইন প্যাডি ফিল্ড , শীল্পি : এস এম সুলতান</figcaption> </figure> <p>বাংলাদেশের আরেক প্রবাদপ্রতিম শীল্পি এসএম সুলতানের দুটো ছবিতে গরুর গাড়ি দেখা দেখা যায়। একটার নাম ফারমার আরেকটা মেন ইন প্যাডি ফিল্ড। কৃষকরা এক দিকে ধান কাটছে। কোনও কোনও কৃষক আবার গরুর গাড়িতে বোঝায় করছে ধান। বাংলার মাঠের এ এক চিরচেনা দৃশ্য।<br />  </p>