<p>শয়তানের একটি উপাদান থাকলে সেটি হতো সালফার। সালফার তীক্ষ্ণ তেজে জ্বলে। তাই পুরোনো ইংরেজিতে একে ব্রিমস্টোন বা গন্ধক বলা হয়। নরকের আগুনের জ্বলানি হলো এই গন্ধক। </p> <p>পৃথিবীতেও জ্বলন্ত সালফার যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। খ্রিষ্টপূর্ব সময় থেকে এটি ছিল অগ্নিসংযোগকারী অস্ত্র-সহ বারুদের একটি উপাদান মাত্র। সালফার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অ্যাক্রিড অক্সাইড তৈরি করে। এই অক্সাইড পানিতে দ্রবীভূত হয়ে সালফিউরিক অ্যাসিড হয়। শুক্র গ্রহে অ্যাসিড বৃষ্টির জন্য প্রধান আসামিও সালফার। সালফিউরিক অ্যাসিড মেঘে ঘনীভূত হয়ে অ্যাসিড বৃষ্টির বর্ষণ ঘটায়। পৃথিবীর অ্যাসিড বৃষ্টির অম্লত্ব কম। তবে সেই অম্লত্ব পাথর ক্ষয় করতে পারে, গাছ মরে যায়। কয়লা পোড়ালে নির্গত ধোঁয়ায় সালফারও থাকে। অ্যাসিড বৃষ্টির পাতলা সালফিউরিক অ্যাসিডটি কয়লার ধোঁয়া থেকেই তৈরি হয়। এমন অঘটনের ঘটক হওয়ার পরেও সালফার জীবনের জন্য অপরিহার্য উপাদান। আমাদের প্রয়োজনীয় দুটো অ্যামিনো অ্যাসিডের একটি উপাদান সালফার। যা প্রোটিন তৈরিতে সহায়তা করে। মানব শরীরে এর পরিমাণ প্রায় ১৪০ গ্রাম। একটি তত্ত্বানুসারে গভীর সমুদ্রে সালফার জীবন ধারণ বা শুরুর নিয়ামক। </p> <p><strong>দশা</strong><br /> রাসায়নিক সংকেত: S<br /> পারমাণবিক সংখ্যা: ১৬<br /> নামকরণ: অ্যারাবিক ‘sufra’ থেকে সালফার নামটি এসেছে। </p> <p><strong>বিক্রিয়া</strong><br /> কার্বনের সাথে আবদ্ধ সালফার পরমাণুগুলো বন্ধন-সংযোজক হিসেবে অবদান রাখে। কার্বন-নির্ভর পলিমার চেইন-এর মতো সালফার অণুগুলো সেতু তৈরির সংযোজক থাকে। চুল ও উলের গঠনেও এমন দেখা যায়। সংযুক্ত দুটো সালফার পরমাণু কেরাটিন-এর প্রধান প্রোটিন অণুগুলোর মাঝে সেতু রচনা করে। কুঁকড়ে যাওয়া চুল সোজা করতে যে কেমিক্যাল ব্যবহার করা হয় সেটা মূলত চুলের সেই সেতু বা বন্ধন ভেঙে দেয়। তাই কুঁকড়ানো চুল আলগা হয়ে আসে। প্রাকৃতিক রাবারেও সালফারের এই সেতু কার্বন পলিমারকে সংযুক্ত করে। রাবারের দৃঢ়করণ এই প্রক্রিয়াটি ভলকানাইজেশন নামেই পরিচিত।</p> <p><strong>সম্পর্কিত মৌল</strong><br /> অক্সিজেন (O 8)<br /> সেলেনিয়াম (Se 34)</p> <p><strong>জীবনী</strong><br /> <strong>জাবির ইবনে হাইয়ান</strong><br /> ৭২১-৮১৫<br /> পশ্চিমে ‘গেবার’ নামেও পরিচিত। পার্সিয়ান অ্যালকেমিস্ট। যিনি ধাতুগুলো সালফার এবং পারদ দিয়ে তৈরি ধারণাটি দিয়েছিলেন। আদি-রসায়নের জনক বলা হয় তাঁকে।</p> <p><strong>চার্লস গুড ইয়ার</strong><br /> ১৮০০-১৮৬০<br /> যুক্তরাষ্ট্রন উদ্ভাবক। রাবার ভলকানাইজেশনের উদ্ভাবন করেন।</p> <p><strong>বর্ণনা</strong><br /> ফিলিপ বল</p>