<p>শুধু তাপমাত্রা কাপড় বা যেকোনো জিনিস শুকানোর একমাত্র কারণ নয়। বাতাসের আদ্রতা কতটা কম বা বেশি, সেটার ওপরও নির্ভর করে ভেজা জিনিস কত দ্রুত শুকাবে।</p> <p>আদ্রতা মানে ভেজা। বলতে পারেন, বাতাস আবার ভিজে বা শুকনো হয় নাকি?</p> <p>নিশ্চয়ই হয়। বাতাসে যেমন বিভিন্নরকম গ্যাসীয় পদার্থ আছে, তেমনি আছে ধুলাবালিও। গ্যাস বা ধুলোবালির অণুগুলো পানি ধারণ করতে পারে। মানে পানি শোষণ করে আরকি। </p> <p>এই পানি বাতাস কোথায় পায়? </p> <p>উত্তর হলো, সমুদ্র, নদ-নদী, পুকুর-জলাশয়, ভেজা জিনিস —যেখানেই খোলা পানি পায়, সেখান থেকে পানি শোষণ করে বাতাস। তরল পানি নয়, জলীয় বাষ্পের আকারে পানি শোষণ করে। পানির অণুগুলো যখন আলাদা হয়ে যায়, সেগুলো আর তরল থাকে না, বায়বীয় হয়ে যায়। যেটাকে আমরা বলি জলীয় বাষ্প। </p> <p>জলীয় বাষ্পের অণুগুলো শুষ্ক বাতাস ও বিভিন্ন গ্যাসের অণুর ভেতরে ঢুকে যায়। এটাকেই বলে পানি শোষণ। তারমানে এই নয়, যত বেশি পানি পাবে, বাতাস ততোই শোষণ করবে।</p> <p>পানি শোষণেরও শেষ আছে। পানি শোষণ করে একসময় বাতাস তার সর্বোচ্চ ধারণক্ষমতায় পৌঁছে যাবে, সেটাকে বলে সম্পৃক্ত অবস্থা। একবার বাতাস সম্পৃক্ত হয়ে গেলে আর পানি শোষণ করতে পারে না। অবশ্য পুরোপুরি সম্পৃক্ত অবস্থায় বাতাস কখোনোই পৌঁছায় না। তার আগেই মেঘ জমে বৃষ্টি হয়ে ঝরে পড়ে।</p> <p>বর্ষাকালে বাতাসের আদ্রতা সবচেয়ে বেশি থাকে। তাই এ সময় প্রায়ই বৃষ্টিপাত হয়। বর্ষাকালে আদ্রতা বেশি বলে বেশি পানি শোষণও করতে পারে না বাতাস। তাই বর্ষাকালে রোদ হলেও ভেজা কাপড় শুকাতে সময় লাগে। দেরি হলেও যে কাপড় শুকায়, তার একমাত্র কারণ, বাতাস কখনো শতভাগ পানি শোষণ করতে পারে না।</p> <p>অন্যদিকে গ্রীষ্মকালে পরিবেশের তাপমাত্রা বেশি থাকে। সাদা চোখে মনে হবে, এ সময়েই সবচেয়ে দ্রুত ভেজা কাপড় শুকানো উচিৎ। আসলে তা হয় না, গ্রীষ্মকালেও বাতাসের আদ্রতা অনেক বেশি শীতকালের চেয়ে। </p> <p>অন্যদিকে শীতকালে বাতাসের আদ্রতা সবচেয়ে কম থাকে। তাই ভেজা কাপড় থেকে দ্রুত পানি শোষণ করতে পারে বাতাস। তাপমাত্রা কম থাকলেও শীতকালে তাই সবচেয়ে দ্রুত কাপড় শুকায়।</p> <p>শীতের দুপুরে মাঝে মাঝে উত্তরে হাওয়া বয়। তখন শরীরে রীতিমতো কাঁপুনি ওঠে, অথচ ওই বাতাসে কাপড় আরও দ্রুত শুকায়। কারণ, স্বাভাবিক সময়েরে চেয়ে একটা জায়গা দিয়ে অনেক বেশি বাতাস প্রবাহিত হয় এ সময়। ফলে তত বেশি পানি শোষিত হয়, কাপড়ও ততো দ্রুত শুকায়।</p> <p>সূত্র: হাউ ইট ওয়ার্কস<br />  </p>