<p>শিক্ষার্থী আক্তার হোসেন হত্যা মামলায় গ্রেপ্তারের পরদিনই বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের (বেসিস) সাবেক সভাপতি সৈয়দ সাদাত আলমাস কবীর জামিন মুক্ত হয়েছেন। মঙ্গলবার (১৫ অক্টোবর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন তার জামিন মঞ্জুর করেন। তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় যাচাই-বাছাই শেষে আদালতের হাজতখানা থেকে তিনি মুক্তি পান। </p> <p>সংশ্লিষ্ট সূত্র জানায়, তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মাইনুল ইসলাম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অপর দিকে তার আইনজীবী জামিনের আবেদন করেন। </p> <p>শুনানিতে তার আইনজীবী বলেন, ঘটনার সময় তিনি বিদেশে ছিলেন। বিদেশের প্রয়োজনীয় কাগজ আদালতকে দেখান আলমাসের আইনজীবী। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। এরপর তার জামিননামা দাখিল করেন আইনজীবী। তার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় আদালতের গারদখানা থেকে তিনি জামিনে মুক্ত হন। এর আগে সোমবার দিনগত রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।</p> <p>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৫ আগস্ট গুলিতে নিহত হন শিক্ষার্থী আক্তার হোসেন (২৬)। এ ঘটনায় ২৭ সেপ্টেম্বর আক্তার হোসেনের বাবা ওবায়েদুল হক রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানকসহ ৮২ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ১০০-১৫০ নেতাকর্মীকে অজ্ঞাতনামা আসামি করা হয়।</p>