<p>সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করে প্রজ্ঞাপন জারির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন ৩৫ আন্দোলনকারীরা। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করে যাবেন বলে ঘোষণা দেন তারা।</p> <p>আজ সোমবার (১৪ অক্টোবর) সকাল ৯টা থেকে আন্দোলনকারীরা রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে ‘৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীবৃন্দ' ব্যানারে অবস্থান কর্মসূচি গ্রহণ করেন। </p> <p>এ সময় আন্দোলনের সমন্বয়ক আহমেদ তানজিল জানান, আমরা দীর্ঘদিন ধরে এই আন্দোলন করে আসছি। তার পরিপ্রেক্ষিতে সরকার একটি সংস্কার কমিটি গঠন করে। পাঁচ সদস্যবিশিষ্ট সংস্কার কমিটি আমাদের সঙ্গে আলোচনা করে, সাত কার্যদিবসের মধ্যে চাকরিতে আবেদনের বয়সসীমা ছেলেদের জন্য ৩৫ এবং মেয়েদের জন্য ৩৭ করার একটি সুপারিশ করে এই কমিটি। এই সুপারিশ যেন দ্রুত প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয় এই দাবিতেই আজকের এই কর্মসূচি।</p> <p>তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এই কমিটি গঠন করেছে। আমাদের দাবি যৌক্তিক বলে তারা এই সুপারিশ করেছে। উপদেষ্টাদের আজকে একটি মিটিং আছে। তাই আমরা চাই আজকেই যেন আমাদের দাবির প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন না আসা পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।<br />  </p>