<p style="text-align:justify">নীতিমালা অনুযায়ী বদলি ও পদায়নের দাবি জানিয়েছেন খাদ্য অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। আজ বৃহস্পতিবার খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর এ দাবির বিষয়ে একটি স্মারকলিপি দিয়েছে। </p> <p style="text-align:justify">স্মারকলিপিতে বাংলাদেশ খাদ্য কর্মকর্তা সমিতি বলেছে, বদলি পদায়ন নীতিমালায় তিন বছর একই স্টেশনে থাকার নিয়ম থাকলেও স্বজনপ্রীতির মাধ্যমে কাউকে চার-পাঁচ বছর আবার কাউকে এক-দুই বছরের মধ্যে বদলি করা হচ্ছে। এমনকি বিভাগীয় মামলা থাকলেও তা চাপা রেখে অনেকে বহাল তবিয়তে গুরুত্বপূর্ণ পদে থেকেছেন। এই বৈষম্য দূর করতে হবে।</p> <p style="text-align:justify">বাংলাদেশ খাদ্য কর্মকর্তা সমিতির মহাসচিব মোহাম্মদ আব্দুল্লাহ হিস শাফী স্বাক্ষরিত এই স্মারকলিপিতে আরো বলা হয়, 'সম্প্রতি ভারপ্রাপ্ত কর্মকর্তা, এআরও ও ব্যবস্থাপকগণের বিগত তিনটি কর্মস্থলের তালিকা চাওয়া হয়েছে। কিন্তু খাদ্য পরিদর্শক ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকগণের তালিকা চাওয়া হয়নি।</p> <p style="text-align:justify">যে পর্যায়ের কর্মকর্তাদের তালিকা চাওয়া হয়েছে তাদের বদলি/পদায়নের ক্ষমতাপ্রাপ্ত হলেন আপনি তথা আপনার দপ্তর। এই তথ্য চাওয়ার কারণে মাঠ পর্যায়ের কর্মকর্তা- কর্মচারীর মধ্যে বদলি আতঙ্ক সৃষ্টির পাশাপাশি আবারও অনৈতিক বদলি বাণিজ্যের জন্য বিশেষ মহলের অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।’</p>