<p style="text-align:justify">আফসানা বেগমকে দুই বছরের জন্য জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এই নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।</p> <p style="text-align:justify">প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় গ্রন্থকেন্দ্র আইন, ১৯৯৫-এর ধারা-১০(২) অনুযায়ী আফসানা বেগমকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে নিয়োগ প্রদান করা হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।</p> <p style="text-align:justify">আফসানা বেগম সাংবাদিকদের বলেন, ‘আমি প্রজ্ঞাপনের চিঠিটা পেয়েছি। কবে যোগ দেব, তা এখনো ঠিক করিনি। মন্ত্রণালয়ে কথা বলে যোগ দেওয়ার বিষয়টি চূড়ান্ত করব।’</p> <p style="text-align:justify">আফসানা বেগমের জন্ম ১৯৭২ সালের ২৯ অক্টোবর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। পরে আন্তর্জাতিক উন্নয়ন ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর করেন যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়ে।</p> <p style="text-align:justify">শিশু-কিশোরসাহিত্যসহ আফসানা বেগমের বইয়ের সংখ্যা ২৪। উল্লেখযোগ্য বই প্রতিচ্ছায়া, বেদনার আমরা সন্তান, আমি অথবা আমার ছায়া, দিনগত কপটতা। অনুবাদ করেছেন নাদিন গড়িমার, উইলিয়াম ফকনার, হুলিও কোর্তাসার, অ্যালিস মানরো, আইজাক আসিমভ, ফিদেল কাস্ত্রো। ২০১৪ সালে পেয়েছেন জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার।<br />  </p>