<p style="text-align:justify">সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের (ঢাকা ও চট্টগ্রাম) ফল প্রকাশের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নিয়োগ প্রত্যাশীরা। তারা জানান, ফলাফল না নিয়ে তারা বাড়ি ফিরবেন না। পরে আগামী সাত দিনের মধ্যে ফল প্রকাশের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেন তারা। </p> <p style="text-align:justify">রবিবার (২৫ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর মিরপুর-২ এ অবস্থিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। </p> <p style="text-align:justify">চাকরিপ্রত্যাশী মঞ্জুর এলাহী কালের কণ্ঠকে বলেন, তৃতীয় ধাপের নিয়োগ প্রত্যাশীদের সংখ্যা ৪০ হাজার ১৯৯ জন। এর মধ্যে অনেকের সরকারি চাকরিতে আবেদনের বয়স শেষ। অনেকের বয়স আগামী ৬ মাসের মধ্যে শেষ হবে। অন্যদিকে অধিদপ্তর থেকে তৃতীয় ধাপের ফল প্রকাশে বিলম্ব করায় নতুন নিয়োগ বিজ্ঞপ্তিও আটকে আছে। </p> <p style="text-align:justify">দুপুর আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেন অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সেখানে তারা আগামী সাত দিনের মধ্যে ফল প্রকাশের আশ্বাস দেন। সেই আশ্বাস মেনে নিয়ে বিকাল ৪ টায় কর্মসূচি প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। </p> <p style="text-align:justify">এর আগে গত ১০ আগস্ট একই দাবিতে বিক্ষোভ করেন চাকরিপ্রত্যাশিদের অপর একটি অংশ। সে সময়ও তাদের একই আশ্বাস দেওয়া হয়েছিল।<br />  </p>