<p>দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চিত সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব ও উপসচিবদের পদোন্নতি ও চাকরিতে পুনর্বহালসহ পাঁচ দফা দাবি জানিয়েছে সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব ও উপসচিব অ্যাসোসিয়েশন।</p> <p>রবিবার (১৮ আগস্ট) দুপুরে সংগঠনটির আহ্বায়ক আব্দুল খালেকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অর্থ সচিবের কাছে লিখিত এ দাবি জানান। </p> <p>এ সময় দাবির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান অর্থ সচিব মো. আবদুর রহমান খান এফসিএমএ। </p> <p>আব্দুল খালেক বলেন, ‘বিগত সরকারের শাসনামলে আমরা নানাভাবে নিগৃহীত হয়েছি। পদোন্নতির শর্ত পূরণ হলেও আমাদের পদোন্নতি দেওয়া হয়নি। আমরা অর্থ সচিবকে আনুষ্ঠানিক দাবি জানিয়েছি। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।</p> <p>অ্যাসোসিয়েশনের দাবিগুলো হলো-</p> <p>১. পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের দ্রুত পদোন্নতির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।<br /> ২. সচিবালয় নিয়োগ বিধি মোতাবেক সহকারী সচিব পদে চাকরির ৫ বছর পূর্তিতে সিনিয়র সহকারী সচিব এবং সিনিয়র সহকারী সচিব পদে ৩ বছর পূর্তিতে উপসচিব পদে পদোন্নতি প্রদান করতে হবে।<br /> ৩. চাকরিচ্যুত কর্মকর্তা/কর্মচারিদের চাকরিতে পুন:বহাল করতে হবে।<br /> ৪. সহকারী সচিব পদে পদোন্নতি পাওয়ার পর ৭৫ টাকার সুবিধা ও পে-ফিক্সেশন বেনিফিট পূর্বের ন্যায় পুনর বহাল করতে হবে।<br /> ৫. জাতীয় পে-স্কেল ঘোষণা ও এর বাস্তবায়ন করতে হবে।</p> <p>দাবিগুলো উপস্থাপনের সময় অর্থ সচিব আরো জানান, এসব দাবির পরিপ্রেক্ষিতে বেশ কিছু উদ্যোগ ইতোমধ্যে নেওয়া হয়েছে। শিগগিরই দাবিগুলো বাস্তবায়নের দিকে যাবে। একদিকে এসব দাবি বাস্তবায়নের কাজ চলমান থাকবে, অপরদিকে সংশ্লিষ্টদের নিজ নিজ কাজে মনোযোগ দিতে নির্দেশ দেন অর্থ সচিব।</p>