<p>সৎ পরামর্শ দেওয়াকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মায়ের (শেখ হাসিনা) মতো পরিণতির হুমকি দিয়েছে বলে মন্তব্য করেছেন সজীব ওয়াজেদ জয়।</p> <p>গতকাল মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তাঁর ফেসবুক ও এক্স হ্যান্ডেরে এক পোস্টে এ মন্তব্য করেন।</p> <p>সজীব ওয়াজেদ জয় লিখেছেন, ‘আজ স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগকে বাংলাদেশের একটি বড় দল হিসেবে পুনরায় সংগঠিত হতে বললেন।</p> <p>একই সঙ্গে এ দেশের স্বাধীনতা যে আওয়ামী লীগের হাত ধরেই এসেছে সেটাও উল্লেখ করলেন।</p> <p>তাঁর এই সৎ পরামর্শ কোনোভাবেই মেনে নিতে পারল না সেই একই মব। উল্টো তারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমার মায়ের মতোই পরিণতি ভোগ করতে হবে বলে হুমকিও দিল।’</p>