<p>অন্তর্বর্তীকালীন সরকারে ফারুক-ই-আজম (বীরপ্রতীক) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন। মঙ্গলবার (১৩ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। </p> <p>এর আগে সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নেন তিনি।</p> <p>মঙ্গলবার (১৩ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপদেষ্টা ফারুক-ই-আজম মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।</p> <p>প্রধান উপদেষ্টার অধীনে ২৫টি মন্ত্রণালয় থেকে ফারুক-ই-আজমকে একটি মন্ত্রণালয় দেওয়া হয়েছে। এতে প্রধান উপদেষ্টার অধীনে মন্ত্রণালয় এবং বিভাগের সংখ্যা ২৪টি নেমে এলো।</p> <p>গত ৮ আগস্ট প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ ১৪ জন উপদেষ্টা শপথ নিয়েছিলেন। তারপর রবিবার (১১ আগস্ট) আরো দুই উপদেষ্টা শপথ নেন। ফারুক-ই-আজম যুক্তরাষ্ট্রে থাকার কারণে শপথ নিতে পারেননি।</p>