<p style="text-align:justify">অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের দপ্তর বণ্টন করা হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) দুপুরে তাদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়। এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।</p> <p style="text-align:justify">এর আগে বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টা ২৭ মিনিটে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা শপথ নেন। যদিও রাত ৮টায় তাদের শপথগ্রহণের কথা ছিল। কিন্তু পরে তা পিছিয়ে দেওয়া হয়েছিল।<br />  <br /> এদিকে গতকাল রাতে ১৭ সদস্যবিশিষ্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের শপথ নেওয়ার কথা থাকলেও শপথ নেন ১৪ সদস্য।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে তৌহিদ হোসেন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/08/09/1723192513-581ad4e474ee985df24d58f5a66b83f8.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে তৌহিদ হোসেন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/08/09/1413136" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">এ ছাড়া অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় পেয়েছেন সালেহ উদ্দিন আহমেদ, আইন, বিচার ও সংসদ ড. আসিফ নজরুল, পররাষ্ট্র মন্ত্রণালয়- মো. তৌহিদ হোসেন, আদিলুর রহমান খান- শিল্প, হাসান আরিফ- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, সৈয়দা রেজওয়ানা হাসান- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, শারমিন মুরশিদ- সমাজকল্যাণ, স্বরাষ্ট্র, ড. আ ফ ম খালিদ হাসান- ধর্ম, ফরিদা আখতার- মৎস্য ও প্রাণিসম্পদ, নূরজাহান বেগম- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি নাহিদ ইসলাম ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। </p>