<p>শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।</p> <p>সোমবার (৫ আগস্ট) রাতে বঙ্গভবনে ওই বৈঠকের পর জানানো হয়, কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন মহামান্য রাষ্ট্রপতি। অন্তবর্তী সরকারের রূপরেখা ঘোষণা করবেন রাষ্ট্রপতি।</p> <p>ফজলুল করিম বলেন, এ বৈঠকে রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ছাত্র নেতৃবৃন্দ ছিলেন। সেখানে খোলামেলা আলোচনা হয়েছে। আমরা কী করতে চাই, যৌথ সরকার কীভাবে করা যায়, সব নিয়ে আলোচনা হয়েছে।</p> <p>তিনি আরো বলেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের পক্ষ থেকে বলতে চাই, আপনারা শান্ত হোন। আপনার রাষ্ট্রীয় সম্পত্তি বিনষ্ট করবেন না। থানায় আঘাত করবেন না।</p>