<p style="text-align:justify">কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। তাদের দেশ ত্যাগের সময় সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়েছেন শেখ হাসিনার পুত্র এবং তাঁর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। </p> <p style="text-align:justify">ভিডিও বার্তায় জয় বলেছেন, দেশে যেন এক মিনিটের জন্যও কোনো অনির্বাচিত সরকার না আসতে পারে। সেনাবাহিনীর প্রতি তিনি এ আহ্বান জানান। </p> <p style="text-align:justify">আজ সোমবার (৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে সামাজিক মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন। </p> <p style="text-align:justify">সজীব ওয়াজেদ জয় বলেন, এখন (সবার) দাবি সরকারের পতন। সরকারের পতন হওয়ার পর কী হবে? এটা কেউ ভেবেছে?</p> <p style="text-align:justify">সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে উল্লেখ করে তিনি বলেছেন, এখন যদি সরকার পতনের দাবি মেনে নিই। তখন কী হবে? তারা এই সরকারের অধীনে নির্বাচন মানবে না। আমাদের সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন, কোনো অনির্বাচিত সরকার এক মিনিটের জন্যও ক্ষমতা নিতে পারবে না। </p> <p style="text-align:justify">তিনি লিখেছেন, ‘আজকে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ এত দূর আসতে পারতো? ঠিক আছে। শেখ হাসিনার পর আপনাদের কী হবে, সেটা আমার চিন্তার বিষয় না। এভাবে সহিংসতা করে ক্ষমতা দখল করা যাবে না। সন্ত্রাস মোকাবেলা শুধু একভাবে করা যায়। এখন আর এটি সহ্য করা যাবে না।’</p>