<p style="text-align:justify">শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জানিয়েছেন, শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে। </p> <p style="text-align:justify">আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে সংঘাত-সংঘর্ষের পর বিদ্যমান পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন সরকারের কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। সেখানে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।</p> <p style="text-align:justify">শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, আমরা শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা এই মুহূর্তে বিবেচনা করতে পারছি না।</p> <p style="text-align:justify">প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাত-সংঘর্ষের ঘটনায় ১৭ জুলাই থেকে স্কুল–কলেজ, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় বন্ধ আছে।</p>