<p style="text-align:justify">কোটাবিরোধী আন্দোলনকে ঘিরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ। বিষয়টি কূটনৈতিক চ্যানেলে বাংলাদেশ ভারতকে অবহিত করেছে।</p> <p style="text-align:justify">বাংলাদেশে সম্প্রতি কোটাবিরোধী আন্দোলনকে ঘিরে সংঘাত-সহিংসতার সময় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ‘বাংলাদেশে শিক্ষার্থীদের রক্ত ঝরছে’ বলে মন্তব্য করেছিলেন।</p> <p style="text-align:justify">পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এ প্রসঙ্গে গতকাল মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘তাঁর প্রতি যথাযথ সম্মান রেখে বলতে চাই, তাঁর সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার, ঘনিষ্ঠ ও উষ্ণ। কিন্তু তাঁর বক্তব্যে বিভ্রান্তির সুযোগ রয়েছে। আমরা এ বিষয়ে ভারত সরকারকে নোট দিয়ে জানিয়েছি।’</p> <p style="text-align:justify">এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ছাত্র আন্দোলন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। ভারত একটি পরামর্শ নির্দেশিকা জারি করেছে।</p> <p style="text-align:justify">বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দের সম্ভাব্য সব ধরনের সহযোগিতার বিষয়ে ভারত অঙ্গীকারবদ্ধ। মুখপাত্র আরো বলেন, বাংলাদেশ কর্তৃপক্ষ যে ব্যবস্থাগুলো নিয়েছে সে বিষয়ে ভারত অবগত। ভারতীয় নাগরিকদের সুরক্ষার জন্য ঢাকায় ভারতীয় হাইকমিশন স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।</p>