<p>চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।</p> <p>মঙ্গলবার (১৬ জুলাই) এ তথ্য জানিয়েছে বিজিবি। </p> <p>বাংলাদেশ বার্ডার গার্ডের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরও পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চট্টগ্রামে কলেজ শিক্ষার্থীসহ নিহত ২" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/07/16/1721128869-da9ca8088150e71ab2dc1ab576cb6d9d.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চট্টগ্রামে কলেজ শিক্ষার্থীসহ নিহত ২</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/07/16/1407092" target="_blank"> </a></div> </div> <p>কোটা সংস্কারসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করেছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল থেকে রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ অনেক সড়ক অবরোধ করে আন্দোলন করছেন তারা। </p> <p>আন্দোলনে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়েছে। এতে একাধিক শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে।</p>