<p>বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আজ শুক্রবার জানিয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীর পানি সার্বিকভাবে কমছে যা আগামীকাল শনিবার সকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ সময় এ অঞ্চলের বিভিন্ন নিম্নাঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।</p> <p>তবে উত্তর, উত্তর-মধ্য ও উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। আগামীকাল সকাল পর্যন্ত কুড়িগ্রাম, জামালপুর, গাইবান্ধা, বগুড়া, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলার ব্রহ্মপুত্র-যমুনা সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে।</p> <p>উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা, দুধকুমার ও ঘাঘট নদ-নদীর পানি সময়বিশেষে দ্রুত বাড়তে পারে। এতে তিস্তা, ধরলা ও দুধকুমার নদ-নদীর পানি কিছু পয়েন্টে স্বল্প সময়ের জন্য বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এ সময় ঘাঘট নদ সংলগ্ন গাইবান্ধা জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative" data-id="1403627"><strong>আরও পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সমাজচ্যূত সেই ৪ পরিবারের কাছে ক্ষমা চাইল মসজিদ কমিটি, ফিরবেন না ইমাম" class="img-fluid rounded-start m-0 w-100" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/07/05/1720189708-cc4f67ba3302868816dffdd10eaa8d65.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p class="p-1 m-0 lh-sm">সমাজচ্যূত সেই ৪ পরিবারের কাছে ক্ষমা চাইল মসজিদ কমিটি, ফিরবেন না ইমাম</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/07/05/1403627" target="_blank"> </a></div> </div> <p>এ ছাড়া আগামী রবিবার সকাল পর্যন্ত উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের যমুনাশ্বরী, করতোয়া, বাঙ্গালী, আপার করতোয়া, পুনর্ভবা, টাঙ্গন, ইছামতি-যমুনা, আত্রাই, মহানন্দা এবং ছোট যমুনা নদ-নদীর পানি সময়বিশেষে দ্রুত বাড়তে পারে বলে জানিয়েছে পাউবো।</p> <p>পাউবোর তথ্যানুযায়ী, আজ শুক্রবার দেশের মোট ১০ জেলায় বন্যা পরিস্থিতি ছিল। এগুলো হল, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোণা, কুড়িগ্রাম, জামালপুর, গাইবান্ধা, বগুড়া, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ।</p> <p>বন্যা পূর্বাভাস কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান শুক্রবার সন্ধ্যায় কালের কণ্ঠকে বলেন, ‘উত্তর-পূর্বাঞ্চলের পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। আগামী দুইদিন ঝুঁকি বেশি থাকবে মূলত উত্তরের তিস্তা, ধরলা, দুধকুমার ও উত্তর-পশ্চিমের ব্রহ্মপুত্র-যমুনা সংলগ্ন নিম্নাঞ্চলে। এসব অঞ্চলে পরিস্থিতির অবনতি হতে পারে।’ </p>