<p style="text-align: justify;">বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব হিসেবে আলী হোসেনকে আরো এক বছরের জন্য একই পদে চুক্তি ভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। এ বিষয়ে  রবিবার (৩০ জুন) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। </p> <p style="text-align: justify;">প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৯ অনুযায়ী আলী হোসেনকে তার অবসর-উত্তর ছুটি ও তদ্সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ৩ জুলাই অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।’</p> <p style="text-align: justify;">প্রসঙ্গত, চাকরির স্বাভাবিক মেয়াদ শেষ করে আগামী ৩ জুলাই আলী হোসেনের অবসরে যাওয়ার কথা ছিল। <br />  </p>