<p style="text-align: justify;">চাটার দলের হাত থেকে প্রধানমন্ত্রীকে রক্ষায় মুক্তিযুদ্ধের পক্ষের সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়রমান অধ্যাপক ড. মিজানুর রহমান। </p> <p style="text-align: justify;">তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীরও এসব বিষয়ে ভাবার সময় এসেছে। আশপাশের সুবিধাবাদী লোকদের জন্য যেন তার ভালো কাজগুলো ধূলিসাৎ হয়ে না যায়।’</p> <p style="text-align: justify;">শনিবার (২৯ জুন) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ যুব ঐক্য পরিষদের দ্বিতীয় জাতীয় ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।</p> <p style="text-align: justify;">সংখ্যালঘুদের বিষয়ে তিনি বলেন, ‘রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করার পরও সমঅধিকার ও সমমর্যাদা দিতে না পারায় দেশে ধর্মীয়-জাতিগত সংখ্যালঘুরা দেশত্যাগে বাধ্য হচ্ছে। সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন ও বৈষম্য বিলোপন আইন দ্রুত বাস্তবায়ন চাই।’</p> <p style="text-align: justify;">ড. মিজানুর রহমান আরো বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল একটি অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে। কিন্তু আজকের বাংলাদেশের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। এই সংকট থেকে উত্তরণে যুবসমাজের দৃঢ় ঐক্যবদ্ধ ভূমিকা দরকার।’ </p> <p style="text-align: justify;">বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। <br />  </p>