<p>ঈদযাত্রার পাঁচ দিনে সড়কে ৯২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। গত ১৩ জুন থেকে ১৭ জুন পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে সড়ক দুর্ঘটনায় এসব মৃত্যু হয়েছে।</p> <p>বিআরটিএর রোড সেফটি বিভাগের পরিচালক শেখ মোহাম্মদ মাহমুব-ই-রাব্বানী কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative" data-id="1398525"><strong>আরও পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="১৫ লাখে ছাগল কেনা ইফাত আমার ছেলে নয় : রাজস্ব কর্মকর্তা" class="img-fluid rounded-start m-0 w-100" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/06/19/1718788883-da9ca8088150e71ab2dc1ab576cb6d9d.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p class="p-1 m-0 lh-sm">১৫ লাখে ছাগল কেনা ইফাত আমার ছেলে নয় : রাজস্ব কর্মকর্তা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2024/06/19/1398525" target="_blank"> </a></div> </div> <p>বিআরটিএর তথ্য অনুযায়ী, এই সময়ে সড়কে দুর্ঘটনা ঘটেছে ৯৫টি। এতে ৯২ জনের প্রাণহানি হয়েছে। সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১০৪ জন।</p> <p>তবে নৌ ও রেলপথে দুর্ঘটনা ও হতাহতের খবর জানা যায়নি।</p> <p>সাধারণত ঈদের আগের সাত দিন, ঈদের পরের সাতদিন এবং ঈদের দিন, মোট ১৫ দিনকে ঈদযাত্রা হিসেবে ধরা হয়। সে হিসেবে ঈদযাত্রার সড়কে হতাহতের মোট তথ্য পেতে আরো অপেক্ষা করতে হবে।</p>