<p>বিপুল পরিমাণ জাল সার্টিফিকেটসহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কম্পিউটার বিশেষজ্ঞ শামসুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি দীর্ঘদিন ধরে ৩০ থেকে ৫০ হাজার টাকায় কারিগরি শিক্ষা বোর্ডের সনদ বিক্রি করে আসছিলেন।</p> <p>আজ সোমবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে দুপুরের মধ্যে রাজধানীর আগারগাঁও এবং পীরেরবাগে যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার মশিউর রহমান এ তথ্য দেন।</p> <p>মশিউর রহমান বলেন, ‘বিপুল পরিমাণ জাল সার্টিফিকেট ও সার্টিফিকেট তৈরির সরঞ্জামসহ শামসুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। শামসুজ্জামান দীর্ঘদিন ধরে ৩০ থেকে ৫০ হাজার টাকায় কারিগরি শিক্ষা বোর্ডের সনদ বিক্রি করে আসছিলেন। প্রতিষ্ঠানটির সার্ভার তাঁর নিয়ন্ত্রণে থাকায় অনলাইনেও এসব সার্টিফিকেটের অস্তিত্ব পাওয়া যায়। শামসুজ্জামান শিক্ষা বোর্ড থেকে সনদ ছাপানোর আসল কাগজ চুরি করেন। পরে ওই সব কাগজে সনদ ছাপিয়ে নির্দিষ্ট শিক্ষার্থীর কাছে বিক্রি করতেন। এ ঘটনায় আরো কেউ জড়িত রয়েছেন কি না, তা জানতে তদন্ত চলছে।’</p>