<p>দেশের বিভিন্ন থানায় থাকা ৩০টি মাদক মামলার আসামি পলাতক জয়নব বানু সুমিকে (৩৪) ও তাঁর স্বামী সুমন মিয়াকে গ্রেপ্তার করেছে খিলগাঁও থানার পুলিশ। রবিবার (১৭ মার্চ) রাতে সুমনকে রাজধানীর খিলগাঁও এলাকা ও সুমি বৌদ্ধমন্দিরের সামনের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় দুর্ধর্ষ এ মাদক দম্পতির কাছ থেকে এক হাজার ২০০ পিস ইয়াবা ও চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।</p> <p>খিলগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আবদুল্লাহ আল মামুন পিপিএম কালের কণ্ঠকে বলেন, ‘আমরা গোপন সংবাদের ভিত্তিতে খিলগাঁও রেলগেটের সামনে মাদক কেনাবেচার খবর পাই। এর প্রেক্ষিতে সেখানে অভিযান চালিয়ে সুমন মিয়া ওরফে ডোঙ্গা সুমনকে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। সুমনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১২টি মাদক মামলা আছে।’</p> <p>তিনি আরো বলেন, আসামিকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে জানায় তার বাসায় আরো মাদক আছে। পরে সবুজবাগ থানা পুলিশের সহায়তায় সবুজবাগ থানাধীন বৌদ্ধমন্দিরের বিপরীত পাশে ঘোড়া গলিতে অভিযান পরিচালনা করা হয়। সুমনের বাসায় অভিযান চালিয়ে ১৮টি মাদক মামলার আসামি পলাতক সুমিকে পাওয়া যায়। সুমি সুমনের স্ত্রী। এ সময় সুমিকেও গ্রেপ্তার করা হয়।</p> <p>জানা গেছে, সুমি ও সুমন কুখ্যাত মাদক কারবারি। তাঁরা দীর্ঘদিন যাবৎ খিলগাঁও, সবুজবাগ, মতিঝিল এলাকায় মাদকের কারবার করে আসছিলেন। জয়নব বানু সুমি বিভিন্ন সময় নিজের পরিচয় গোপন করে বিভিন্ন নামে এলাকা পরিবর্তন করতেন। আসামিদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করে আজ সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।</p> <p>মাদক কারবারি এ দম্পতিকে গ্রেপ্তার করতে খিলগাঁও থানার এসআই মো. আরসেল তালুকদার, বদরুল আল-আমিন, মো. শামীম হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।</p>