<p>প্রায় আধা ঘণ্টার ব্যবধানে ইফতারের আগে-পরে রাজধানীর দুই জায়গায় হাতিরপুল ও গুলশানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুই স্থানেই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট।  </p> <p>ফায়ার সার্ভিস জানায়, আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টা চার মিনিটে রাজধানীর হাতিরপুল বাজার এলাকায় আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ৯ মিনিটের ব্যবধানে ঘটনাস্থলে পৌঁছয় তারা। হাতিরপুল কাঁচাবাজার ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে তাদের সাতটি ইউনিট কাজ করছে।</p> <p>ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসাইন জানান, সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে গুলশানে আগুনের খবর পান তাঁরা। ঘটনাস্থলের পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে বলে জানান তিনি।</p> <p>প্রাথমিকভাবে জানা গেছে, অগ্নিকাণ্ডের শিকার স্থাপনাটি একটি রেস্তোরাঁ। গুলশান-১ এলাকায় অবস্থিত রেস্তোরাঁটির নাম মেজবান ডাইন।</p>