<p>ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে হারুন অর রশিদ (৫৩) নামে এক সাজাপ্রাপ্ত কারাবন্দি কয়েদির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।</p> <p>রবিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ঢামেকর মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডের চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।</p> <p>এর আগে অসুস্থ অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে কারারক্ষীরা কর্তৃপক্ষের নির্দেশে তাকে শনিবার (১০ ফেব্রুয়ারি) ঢামেক হাসপাতালে ভর্তি করেন।</p> <p>ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে। তিনি কি মামলায় বন্দি ছিলেন তাৎক্ষণিক জানা যায়নি। তার বাবার নাম আ. খালেক।’</p>