<p style="text-align: justify;">শ্রম আইন লঙ্ঘনের মামলায় শ্রম আদালতের সাজার রায়ের বিরুদ্ধে আপিল করেছেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। রবিবার সকালে ড. ইউনূসসহ সাজাপ্রাপ্ত চারজন শ্রম আপিল ট্রাইব্যুনালে আপিল করেন ও জামিনের আবেদন করেন। এ সময় ড. ইউনূসসহ চারজনকেই জামিন দেন আদালত।</p> <p style="text-align: justify;">ড. ইউনূসের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। </p> <p style="text-align: justify;">তিন বলেন, ঢাকার তৃতীয় শ্রম আদালতের রায় চ্যালেঞ্জ করে আজ শ্রম আপিল ট্রাইব্যুনালে ড. ইউনূসসহ চার বিবাদীর পক্ষে আপিল দায়ের করা হয়েছে। আপিলের সঙ্গে তাঁদের জামিন চাওয়া হলে আদালত আপিল শুনানির জন্য গ্রহণ করে জামিন মঞ্জুর করেন।</p>