<p>৫৩তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখা। র‍্যালির শেষ পর্যায়ে পুলিশ, ছাত্র-যুবলীগ যৌথভাবে হামলা চালিয়েছে বলে অভিযোগ দলটির। এতে ১০ জন আহত হয়েছেন ও ১১ জনকে আটক করে পুলিশ নিয়ে গেছে বলেও দাবি করা হয়।</p> <p>রাজধানীর মিরপুর-১০-এ ৫৩ তম বিজয় দিবসে শিবিরের বর্ণাঢ্য র‍্যালিতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডা.সাদেক আব্দুল্লাহ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী পশ্চিম সভাপতি এম এ জামান ও সেক্রেটারি সালাহ উদ্দীন।</p> <p><strong>রামপুরায় শিবিরের র‍্যালি</strong></p> <p>৫৩তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তর শাখা।</p> <p>রাজধানীর রামপুরায়  ৫৩ তম বিজয় দিবসে বর্ণাঢ্য র‍্যালিতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সভাপতি সালাহ উদ্দীন।</p>