<p>১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় চিড়িয়াখানায় শিশুরা বিনা মূল্যে প্রবেশ করতে পারবে। তাদের টিকিট দেওয়া হলেও কোনো ধরনের চার্জ নেওয়া হবে না। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় শিশুদের বিনা মূল্যে প্রবেশের সুযোগ করে দিচ্ছে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। অনূর্ধ্ব ১৮ বছর বয়সী শিশু, শিক্ষার্থী, এতিম ও প্রতিবন্ধীদের প্রবেশাধিকার ফ্রি ঘোষণা করা হয়েছে।</p> <p>আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন চিড়িয়াখানার পরিচালক মো. রফিকুল ইসলাম।</p> <p>তিনি বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সে কারণে শিশুদের বিনা মূল্যে প্রবেশের বিষয়ে মূল ফটকে এবং কাউন্টারে নির্দেশনা দেওয়া হয়েছে। ১৬ ডিসেম্বর দেড় লাখের বেশি দর্শনার্থীর সমাবেশ হবে আশা করছি। এর মধ্যে চিড়িয়াখানায় আগত সব শিশুর জন্য বিনা মূল্যে প্রবেশের সুযোগ রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা সুষ্ঠুভাবে পালন করতে প্রস্তুত রয়েছি বলেও জানান তিনি।</p>