<p>নির্বাচন কমিশনে আপিল শুনানির প্রথম দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫৬ জন। এদিন মোট ৯৪টি আপিলের শুনানি হয়। ৩২ জনের প্রার্থিতা নামঞ্জুর ও সিদ্ধান্তের অপেক্ষায় আছে ছয়টি আবেদন। </p> <p>আজ রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে নির্বাচন কমিশন ভবনে শুনানি অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নেতৃত্বে অন্য কমিশনাররা আপিল শুনানি করেন। আগামীকাল সোমবার আরো ১০০ জন প্রার্থীর শুনানি হওয়ার কথা আছে।</p> <p>মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় ৭৩১ জন প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা। পরে এসব প্রার্থীর অনেকে নির্বাচন কমিশনে আপিল করেন।</p> <p>প্রথম দিনে প্রার্থিতা ফিরে পাওয়াদের মধ্যে আছেন মুন্সীগঞ্জ-১ আসনে বিকল্পধারা বাংলাদেশের মাহী বি চৌধুরী, কিশোরগঞ্জ-৩-এ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাসিরুল ইসলাম খান, পাবনা-২-এ সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শামসুল আলম চুন্নুও প্রার্থিতা ফিরে পেয়েছেন।</p> <p>অপরদিকে টাঙ্গাইল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী খন্দকার আহসান হাবীবের আপিল নামঞ্জুর হয়েছে। টাঙ্গাইল-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মাহমুদুল ইলাহকে অনুপস্থিত বলা হয়েছে। জামালপুর-২ আসনে জাকের পার্টির আব্দুল হালিম মন্ডল, নেত্রকোনা-১-এ একই দলের ছমীর উদ্দিন ও খুলনা-৬ আসনে জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধুর আপিল নামঞ্জুর হয়েছে।</p> <p>মুন্সীগঞ্জ-৩ আসনে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রার্থী মমতাজ সুলতান আহমেদের আপিলের বিষয়ে পরে জানানো হবে।</p>