<p>রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, বিনা কারণে শিকল টেনে ট্রেন থামানোর জরিমানা ২০০ টাকা থেকে বাড়িয়ে দুই হাজার টাকা করা হচ্ছে। এ সংক্রান্ত আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।</p> <p>আজ বুধবার জাতীয় সংসদ অধিবেশনে লিখিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। সরকার দলীয় সংসদ সদস্য মামুনুর রশীদ কিরনের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ‘প্রস্তাবিত খসড়া রেলওয়ে আইনের বিধান অনুযায়ী কোনো যাত্রী ইচ্ছাকৃতভাবে বা আইনগত কারণ ব্যতিত চেইন টেনে তার সুবিধাজনক স্থানে ট্রেন থামান তাহলে তিনি অনূর্ধ্ব এক মাসের কারাদণ্ড বা অনধিক দুই হাজার টাকা অর্থদণ্ড, বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।’</p> <p>একই প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘রানিং ট্রেনে হোস পাইপ বিচ্ছিন্ন এবং শিকল টেনে ট্রেন থামানো প্রতিরোধকল্পে বিভিন্ন ট্রেনে টাস্কফোর্সের মাধ্যমে চেকিং কার্যক্রম অব্যাহত আছে। ট্রেনে চেইন টানার শাস্তি হিসেবে বর্তমানে ২০০ টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে।’</p> <p>সরকারি দলের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, ‘২০২০ সালের জানুয়ারি হতে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ রেলওয়েতে ১৪৩টি দুর্ঘটনা সংঘটিত হয়েছে। রেলপথে লেভেল ক্রসিং গেটে অবৈধভাবে সড়কযানের অনুপ্রবেশের কারণে ২৬ জন এবং অন্যান্য দুর্ঘটনায় এক জনের প্রাণহানি ঘটেছে।’</p> <p>২৩ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা এগারসিন্দুর গোধূলি ট্রেনের সঙ্গে ঢাকা থেকে চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়। এতে ১৮ জনের প্রাণহানি হয়।</p> <p>সরকার দলীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বর্তমানে বিআরটিসির অধীনে এক হাজার ৩৫০টি বাস পরিচালিত হচ্ছে। বান্দরবান ব্যতীত দেশের ৬৩টি জেলায় এ বাস চলাচল করে। বিআরটিসির জন্য সিএনজি একতলা এসি বাস সংগ্রহ শীর্ষক একটি প্রকল্প গত ৫ সেপ্টেম্বর একনেকে অনুমোদন হয়েছে।’</p> <p>আওয়ামী লীগের কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘চলতি অর্থবছরের (২০২৩-২৪) জুলাই হতে সেপ্টেম্বর পর্যন্ত ৮১ হাজার মেট্রিক টন কাঁচাপাট ও এক লাখ ৭৮ হাজার মেট্রিক টন পাটজাত দ্রব্যাদি রপ্তানি করা হয়েছে। গত অর্থবছরে (২০২২-২৩) অর্থবছরে ২ দশমিক ২৭ মেট্রিক টন কাঁচাপাট ও ৫ দশমিক ৮৭ লাখ মেট্রিক টন পাটজাত দ্রব্যাদি পণ্য রপ্তানি করা হয়েছে।’</p>