kalerkantho

শুক্রবার । ১৩ ফাল্গুন ১৪২৭। ২৬ ফেব্রুয়ারি ২০২১। ১৩ রজব ১৪৪২

সমাবেশে পুলিশি হামলা : রিজভীর নেতৃত্বে বিএনপি বিক্ষোভ

অনলাইন ডেস্ক   

১৩ ফেব্রুয়ারি, ২০২১ ১৯:০৮ | পড়া যাবে ১ মিনিটেসমাবেশে পুলিশি হামলা : রিজভীর নেতৃত্বে বিএনপি বিক্ষোভ

জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির সমাবেশে পুলিশের হামলার প্রতিবাদে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

আজ শনিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল করা হয়।

এ সময় মহানগর বিএনপি নেতা তেনজিংসহ ছাত্রদলের নেতাকর্মীরা মিছিলে উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার সকালে বিএনপির সমাবেশের আগে ও পরে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আট পুলিশ সদস্যসহ আহত হয়েছেন বেশ কয়েকজন। আটক করা হয়েছে অন্তত ৫০ জনকে।

মন্তব্যসাতদিনের সেরা