মহান বিজয়ের মাসের প্রথম প্রহরে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে মোমবাতি প্রজ্জ্বলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ।
মঙ্গলবার প্রথম প্রহরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজাল বাবুর নেতৃত্বে সংগঠনটির প্রায় শতাধিক নেতাকর্মী পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শহীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করেন তারা।
শিখা চিরন্তনে শ্রদ্ধা নিবেদন শেষে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা ধানমন্ডি-৩২ নম্বরস্থ জাতির পিতার বাসভবনের উদ্দেশ্যে আলোর মিছিল করে। সেখানে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে কর্মসূচি শেষ করে।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, বঙ্গবন্ধুর বাংলায় স্বাধীনতাবিরোধী এবং ষড়যন্ত্রকারীদের কোনো ঠাঁই হবে না। এই বিজয়ের মাসে আমরা মুক্তিযুদ্ধের এই বিরোধী শক্তি প্রতিহত করব। তরুণ প্রজন্মের কাছে বাংলাদেশের স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরবে স্বেচ্ছাসেবক লীগ।
মন্তব্য