kalerkantho

বুধবার । ২৮ শ্রাবণ ১৪২৭। ১২ আগস্ট ২০২০ । ২১ জিলহজ ১৪৪১

সাবেক অর্থমন্ত্রী ওয়াহিদুল হক আর নেই

কালের কণ্ঠ অনলাইন   

৪ জুলাই, ২০২০ ১৭:১৩ | পড়া যাবে ১ মিনিটেসাবেক অর্থমন্ত্রী ওয়াহিদুল হক আর নেই

চলে গেলেন কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক, বিশিষ্ট অর্থনীতিবিদ ও এইচএম এরশাদের শাসনামালের অর্থমন্ত্রী ড. ওয়াহিদুল হক (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাইজুন...)।

গতকাল শুক্রবার ওয়াহিদুল হকের মৃত্যু হয় বলে পারিবারিক সূত্র নিশ্চিত করে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

১৯৮৮ সালের সেপ্টেম্বর থেকে ১৯৯০ সালের মে মাস পর্যন্ত অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন ড. ওয়াহিদুল হক।

জানা যায়, ড. ওয়াহিদুল হক ১৯৫৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। প্রথমে কিছুদিন তিনি বার্কেলি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন ও পরে টরেন্টো বিশ্ববিদ্যালয়ে যোগদান করে সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
 

মন্তব্যসাতদিনের সেরা